ইসলামিক

আমার ইচ্ছে করে | ইসলামিক গান ২০২৩

বাংলা ইসলামিক গান

  −লেখকঃ মাসুদ রানা

আমার ইচ্ছে করে মাবুদ তোমার

কাবাঘর তওয়াফে

ইচ্ছে করে প্রিয় নবীর

কবর জিয়ারতে।

জানি পাপি আমি ডাকি তবু

তোমায় মোনাজাতে।

দিনের পরে রাত্রি আসে

তোমার ইশারাতে,

এক আকাশেই রোদ, বৃষ্টি

তোমার রহমতে।

মালিক তুমি খালিক তুমি

সবই তোমার হাতে

ইচ্ছে করে মাবুদ তোমার

কাবাঘর তওয়াফে।।

সৃষ্টি যত অবিরত

করে তোমার গান,

ক্ষুর্ধাতকে অন্ন জোগাও

তুমি সুমহান।

রহিম তুমি করিম তুমি

শান্তি তোমায় জপে

ইচ্ছে করে মাবুদ তোমার

কাবাঘর তওয়াফে।।

ইসলামিক গান

 

আমাদের দেশে বেশি ভাগ মানুষ মুসলমান এবং ইসলাম ধর্ম পালন করে আল্লাহ এবাদত করে। আর সব মুসলমান দের ইচ্ছা থাকে জীবনে একবার হলেও আল্লাহ কাবাঘর টা দেখতে।
আল্লাহ বানানো কাবাঘর টা মক্কায় অবস্থিত। অপরূপ সুন্দর করে বানিয়েছেন মহান আল্লাহ। আমাদের সবার সামর্থ হয়ে উঠে না মক্কায় গিয়ে হজ করার বা কাবা ঘর টা দেখার।

আমার ইচ্ছে করে ইসলামিক গান যদি ভালো লাগে তাহলে তাহলে আমাদের হাসির গল্প সাথে থাকুন এবং ফেইসবুক পেজ ফলো করুন

5 thoughts on “আমার ইচ্ছে করে | ইসলামিক গান ২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *