স্বাস্থ্য

মোটা হওয়ার উপায় | সাত দিনে মোটা হওয়ার টিপস ২০২৩ | Tips to get fat in seven days

মোটা হওয়ার উপায় জানতে কে না চাই। আমাদের মধ্যে যারা চিকন স্বাস্থ্যের রয়েছেন তারা সবাই জানতে চাই যে কিভাবে খুব কম সময়ের মধ্যে মোটা হওয়ার উপায় জানতে চাই। রোগা পাতলা শরীর কার বা ভালো লাগে। তো চলুন আজকে জেনে নেয়া যাক মোটা হওয়ার উপায় কি কি?  ও কি কি খাবার খেলে অল্প দিনের মধ্যে স্বাস্থ্যবান হওয়া যায়।

মোটা হওয়ার উপায়

মহান আল্লাহ তায়ালার নিয়ামতে মানুষের সবথেকে বড় নেয়ামত হচ্ছে সুস্বাস্থ্য শরীর। এবং সেই স্বাস্থ্য খাওয়ার অরুচি ও অনিয়মিত কারণে বা কাজের প্রেসারে দুশ্চিন্তার কারণে আমাদের সেই স্বাস্থ্যটা রোগা পাতলা চিকন হয়ে নষ্ট হয়ে যায়। খুব তাড়াতাড়ি অল্প দিনের মধ্যে মোটা হতে চাইলে আপনাকে সর্বপ্রথম তিন বেলা খাবার সময়মতো খেতে হবে। তার পাশাপাশি কিছু পুষ্টিকর ফলমূল খাওয়া অত্যন্ত প্রয়োজন। যা শরীরকে পুষ্টি দিবে। নিয়মিত রাত করে ঘুমাতে হবে।

আর পড়ুনঃ ভিটামিন ই ক্যাপসুল খেলে কি হয়

মোটা হওয়ার জন্য কি কি খাব

মোটা হওয়ার জন্য আমরা অনেকেই অনেক কিছু খেয়ে থাকে। কিন্তু সেটা শরীরে সঠিকভাবে পুষ্টি যোগায় না। যার কারণে শরীরের স্বাস্থ্য তাড়াতাড়ি বৃদ্ধি পায় না। মোটা হওয়ার জন্য খাবারের সাথে যা যা খাবেন নিচে দেওয়া হল।

সকালে নাস্তায় যেগুলো খেতে পারেন
খাবারের নাম পরিমান  ক্যালরি
এক কাপ দুধ ২৪০ গ্রাম ১৪৬ ক্যালরি
একটা ডিম ৫০ গ্রাম ৭১ ক্যালোরি
মাঝারি কলা
একটা ১০০ গ্রাম ক্যালোরি
খেজুর ১০০ গ্রাম ২৭০ ক্যালোরি

 

         দুপুরের খাবারে যেগুলো খেতে পারেন
খাবারের নাম পরিমান  ক্যালরি
এক কাপ রান্না করা ডাল ২০০ গ্রাম ২৪০ ক্যালোরি
এক কাপ টক দই ২৪৫ গ্রাম ১৫০ ক্যালোরি
মুরগি মাংস ১০০ গ্রাম ১৮০ ক্যালোরি

 

বাদাম
খাবারের নাম পরিমান  ক্যালরি
এক আউন্স কাজুবাদাম ৩০ গ্রাম ১৬০ ক্যালোরি
এক আউন্স কাটবাদাম ৩০ গ্রাম  ১৬৪ ক্যালোরি
এক আউন্স চিনাবাদাম ৩০ গ্রাম ১৬১ ক্যালোরি

 

ক্যালরি যুক্ত খাবারের ছবি

তাড়াতাড়ি মোটা হওয়ার উপায় টিপস

১ কিছুক্ষণ পরপর ফলমূল জাতীয় খাবার খাওয়া

২ কার্বোহাইড্রেড যুক্ত খাবার খাওয়া

৩ ক্যালরিযুক্ত খাবার খাওয়া

৪ ড্রাই ফুড খাবার খাওয়া

৫ দুশ্চিন্তা না করা

৬ প্রতিদিন নিয়মিত ঘুমানো

৭ ঘুমানোর আগে মধু খাওয়া

এবং দিনে চার থেকে পাঁচ লিটার পানি খাওয়া।

আর পড়ুনঃ আম খাওয়ার উপকারিতা ও অপকারিতা কি সম্পর্কে জেনে নিন 

কি কারনে স্বাস্থ্য কমে যায়

  • পর্যাপ্ত পরিমাণ না খাওয়া
  • মানসিক চিন্তা করা
  • নিয়মিত না ঘুমানো
  • বেশি মোবাইল ফোন বা টিভি দেখা
  • দিনের বেলা পর্যাপ্ত পরিমাণ পানি না খাওয়া
  • পুষ্টিকর খাবার না খাওয়া
  • দীর্ঘস্থায়ী অসুখ এর জন্য

মোটা হওয়ার ওষুধের নাম কি

আমাদের আশেপাশে অনেক ফার্মেসির দোকান রয়েছে যেখান থেকে আমরা চাইলে ডাক্তারের পরামর্শে ওষুধ কিনে এনে খেতে পারি এবং স্বাস্থ্যবান হতে পারি। কিন্তু সেগুলো ওষুধ মুখের রুচি বাড়াতে সাহায্য করে। সেগুলা ওষুধ এর থেকে প্রাকৃতিক ভাবে খাবার খেয়ে স্বাস্থ্যবান হওয়া ভালো। ওষুধ গুলোর নাম নিচে দেওয়া হল। 

  • পিউটন সিরাপ
  • সিনকারা সিরাপ
  • রুচিভিট সিরাপ 
  • রুচিটন সিরাপ 
  • আমলকি প্লাস সিরাপ
  • আলফালফা প্লাস সিরাপ

আরও পড়ুনঃ ভিটামিন ডি যুক্ত খাবার কি কি

ভিটামিন ডি যুক্ত খাবার

মোটা হওয়ার উপায় নিয়ে সর্বশেষ কথাঃ

আমরা সকলেই জানি যে সব কিছুরই উপকার এবং অপকার দিক রয়েছে। তাই আমাদের সকলের সাবধান থাকতে হবে সব খাবারই পরিমান মত খেতে হবে তাছাড়া বিপরীত কিছু হতে পারে যা স্বাস্থ্যের জন্য খুব ঝুঁকিপূর্ণ। তাহলে আজকে আমরা জানতে পারলাম মোটা হওয়ার উপায় গুলো কি কি। যদি আপনাদের আজকে পোস্টটি ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন ধন্যবাদ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *