তারাবি নামাজ এর নিয়ম দোয়া ও মোনাজাত | Tarabi Namaz Dua
আসসালামুয়ালাইকুম, শুরুতে জানাই হাসির গল্প ওয়েবসাইটের পক্ষ থেকে মাহে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। ইবাদতের মাস পবিত্র মাহে রমজান। প্রত্যেক মাসে থেকে এই মাসের সওয়াব কয়েকগুণ। তাই আমরা সব মুসলমানরা চেষ্টা করবো রমজান মাসে বেশি বেশি সালাম আদায় করার। রমজান মাসে আল্লাহ তালা সবাইকে তওবা মাধ্যমে গুনা মাফ করার সুযোগ দিয়ে থাকে।
অনেক মুসলমানের মধ্যেও একটি ভুল ধারণা প্রচলিত রয়েছে তার মধ্যেও একটি হচ্ছে তারাবির নামাজ। তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে? আর কত রাকাত পড়তে হবে। চলুন আজকে পোস্ট থেকে আমরা জেনে নেই সব কিছু।
তারাবি নামাজ কত রাকাত ?
রমজান মাস আসলে আমাদের দেশে একটি তর্ক বিতর্ক শুরু হয় যে তারাবির নামাজ কত রাকাত ৮ রাকাত না ১৬ রাকাত না ২০ রাকাত। কিন্তু তারাবির নামাজ হচ্ছে ২০ রাকাত। মুসলমানরা একসাথে সারিবদ্ধ হয়ে ২০ রাকাত নামাজের মাধ্যমে তারাবি নামাজ পড়ে থাকে। তারাবি নামাজ সুন্নতে মুয়াক্কাদা আর রোজা হচ্ছে সব মুসলমানদের জন্য ফরজ।
আরও পড়ুনঃ
- নামাজের ছোট ৫টি সূরা নাম
- ঢাকার সেহরি ও ইফতার সময়সূচি ২০২৩
- রাজশাহী জেলার রমজান মাসের সেহরি ও ইফতার এর সময়সূচি ২০২৩
তারাবির নামাজ পড়ার নিয়ম ?
এশার নামাজ পড়ার পরে তারাবি নামাজ পড়তে হয়। তারাবি নামাজ দুই রাকাত করে পড়তে হয় তারপর সালাম ফেরাতে হয়। এভাবে চার রাকাত পড়ে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে বিভিন্ন তাসবিহ- তাহলিল পড়া হয়। তারপরে তারাবির নামাজ হয়ে গেলে শেষে তিন রাকাত বেতের নামাজ পড়ে নামাজ শেষ করা হয়।
তারাবির নামাজের একা পড়া যাবে কি না ?
ফরজ নামাজ ব্যতিত অন্য সকল নামাজ একাকী আদায় করা উত্তম। কিন্তু তারাবি নামাজ এর ক্ষেত্রে এটি ব্যতিক্রম। তারাবির নামাজ জামাতের সঙ্গে আদায় করা শরীয়ত সম্মত ও উত্তম। বরং তারাবির নামাজ একাকী আদায় করার থেকে মসজিদে সবার সাথে জামাতে পড়া বেশি ভালো।
তারাবির নামাজের এর দোয়াঃ
বাংলা উচ্চারণঃ ‘সুবহানা জিল মুলকি ওয়ালমালাকুতি, সুবহা জিল ইয্যাতি ওয়াল আঝমাতি ওয়াল হায়বাতি ওয়াল কুদরাতি ওয়াল কিব্রিয়ালি ওয়াল ঝাবারুতি। সুবহানাল ইয়ালি হাইয়াইজি লা ইয়ানামু ওয়াবাদ আবাদ আবাদ সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালায়িকাতি ওয়ারা রূহ।
তারাবির নামাজের মোনাজাতঃ
বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউজুবিকা মিননানার। ইয়া খালিক্বাল জান্নাতি ওয়ান নার। বিরহমাতিকা ইয়া আঝিঝু ইয়া গাফফার, ইয়া কারিমু ইয়া সাত্তার, ইয়া রাহিমু ইয়া ঝাব্বার, ইয়া খালিকু ইয়া বারু। আউম্মা আঝিরনা মিনান নার। ইয়া মুঝিরু, ইয়া মুঝিরু, ইয়া মুঝির। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
তারাবির নামাজের মোনাজাতের বাংলা অর্থ জানতে ক্লিক করুন।
সর্বশেষ কথাঃ
আমাদের জীবনে আমরা জেনে না জেনে অনেক পাপ কাজ করেছি। তাই আমরা সবাই এই রমজান মাসে বেশি বেশি আমল করার চেষ্টা করবো। আল্লাহ তালা আমাদের সবাইকে ক্ষমা করুক আমিন।
Nice
Nice