নামাজের ছোট ৫টি সূরা নাম | Small 5 surah names of prayers
নামাজ পড়ার জন্য আমাদের কয়েকটি সূরা জানা খুব প্রয়োজন। তাই আমরা আলকোরআন মধ্য থেকে ছোট ৫টি সূরা আমরা আপনাদের মাঝে তুলে ধরেছি। যা আপনাদের নামাজ পড়ার ক্ষেত্রে উপকার হবে। আমাদের বাংলাদেশের ভিতরে বেশি ভাগ মানুষ মুসলমান।
নামাজ ভঙ্গ হওয়ার অন্যতম কারন গুলোর মধ্যে প্রথম কারন হলো অশুদ্ধ ভাবে সূরা পড়া। তাই প্রত্যেক মুসলমানকে নামাজে ব্যবহৃত ছোট সূরার মধ্যে বেশি না হলেও ৫টি সূরা জানা থাকা প্রয়োজন নামাজে ব্যবহৃত ছোট সূরার ৫টি সূরা ভালো ভাবে জানা থাকলে অবশ্যই নামাজ ভুল হবেনা। তাই আমাদের সবাইকে সূরা ও দুয়া জানা প্রয়োজন।
রুকুর-তাসবীহ | |
---|---|
বাংলা-উচ্চারন | সুবহানা রাব্বিয়াল আযিম। |
বাংলা অর্থ | আমি আমার মহান প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করিতেছি। |
সেজদার তাসবীহ | |
---|---|
বাংলা-উচ্চারন | সুবহানা রাব্বিয়াল আ‘লা। |
বাংলা অর্থ | আমার মহান প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করিতেছি। |
ছোট ৫টি সূরা মধ্য ১ নাম্বার সূরা নাম ফাতিহা সূরা
১। বিসমিল্লাহির রাহমানির রাহিম ২। আলহামদুলিল্লাহি রাব্বীল আলামীন ৩। আররাহমানির রাহীম ৩। মা-লিকী ইয়াউমিদ্দ্বীন। ইয়্যাকা-নাবুদু ওয়া ইয়্যাকা নাসতায়ীন ৪। ইহদিনাস-সিরাতাল মুসতাক্বীম ৫। সিরাত্বাল লাযিনা আন-আমতা আলাইহিম ৬।গাইরিল মাগদুবি আলাইহিম ৭। ওয়ালাদ্দুয়াল্লীন আমীন।
আরও পরুনঃ ঢাকার সেহরি ও ইফতার সময়সূচি ২০২৩
ছোট ৫টি সূরা মধ্য ২ নাম্বার সূরা নাম কাউসার সূরা
১। ইন্না আ’ত্বাইনা কাল কাউসার ফাসাল্লিলি রাব্বাকা ওয়ানহার ২। ইন্না শা’নিয়াকা হুয়াল আবতার।
ছোট ৫টি সূরা মধ্য ৩ নাম্বার সূরা নাম ইখলাস সূরা
১। ক্বুল হুওয়াল্লাহু আহাদ ২৷ আল্লাহুছ ছামাদ৷ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ৩৷ ওয়ালাম ইয়াকিল্লাহু কুফুওয়ান আহাদ৷
ছোট ৫টি সূরা মধ্য ৪ নাম্বার সূরা নাম নাস সূরা
১। কুল আউযু বিরাব্বিন্নাস মালিকিন নাস ২। ইলাহিন্নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস ৩। আল্লাযী ইউওয়াস ওয়িসু ফী সুদুরিন্নাস। মিনাল জিন্নাতি ওয়ান্নাস
ছোট ৫টি সূরা মধ্য ৫ নাম্বার সূরা নাম লাহাব সূরা
১। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়াতাব্ব ২। মা আগনা আ’নহুমালুহু ওয়ামা কাসাব ৩। সাইয়াছ্লা- না-রন্ যা-তা লাহাবিঁও। ওয়ামরা আতুহু হাম্মা লাতাল হাতাব ৪। ফি যিদিহা হাবলুম্মিম মাসাদ।
গুরুত্বপূর্ণ কথাঃ
ইবাদতের মধ্যে বড় ইবাদত হচ্ছে নামাজ। নামাজ পড়ার মাধ্যমে আল্লাহকে খুশি করা যায়। আমরা সবাই চাই আল্লাহ কে খুশি করতে। তাই আমাদের নামাজ পড়া ফরজ। আর নামাজ পড়তে হলে আমাদের সূরা মুখস্ত করতে হবে।
অনেক উপকৃত হলাম❤️
❤️❤️❤️
Awesome! Its genuinely remarkable post, I have got much clear idea regarding from this post