হজের ফরজ কয়টি ও হজ পালন করা কেন প্রয়োজন?
আমাদের মধ্য অনেকে জানতে চাই হজের ফরজ কয়টি। হজ হচ্ছে আল্লাহর সঙ্গে বান্দার সেতুবন্ধনের মাধ্যম যার মাধ্যমে আল্লাহর অনেক কাছে যাওয়া যায়। সামর্থ্য থাকলে আমাদের সবার হজ পালন করা ফরজ। কারো সামর্থ্য থাকা সত্ত্বেও যদি সে হজ পালন না করে তবে তার জন্য গুনাহ হবে। হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম তাকে কড়া ভাষায় ভৎর্সনা করেছেন। তো চলুন জেনে নিয়া যাক হজের ফরজ কয়টি ও হজ সম্পর্কিত সকল তথ্য।
হজের ফরজ কয়টি
হজের ফরজ ৩ টি।
১. ইহরাম বাঁধা।
২. উ কুফে আ রাফা ( বা আরাফাতের ময়দানের অবস্থান করা)।
৩. তাওয়াফুয জিয়ারত।
হজের ওয়াজিব ছয়টি
১ সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে ৭বার সায়ি করা।
২ আ কুফে মুজদালিফায় অবস্থান করা, এই দিনের সুবেহ সাদিক থেকে সূর্য ডুবে যাওয়া আগ পর্যন্ত এক মুহূর্তের জন্য হলেও অবস্থান করা।
৩. মিনার তিন শয়তানকে পাথর নিক্ষেপ করা।
৪. হজ তামাতু এবং কিবরান এর কারীরা হজ সমাপ্তির জন্য শোকর আদায় করা।
৫. ইহ রাম খোলার আগে মাথায় চুল কাটা।
৬. মক্কার থেকে বিদায় সময় তাওয়াফ করতে করতে আসা।
এছাড়াও অন্যান্য যে সকল আমল আছে সবই সুন্নত বা মুস্তাহাব
হজ্জে তালবিয়াহ
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক, লা- শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি মাতা লাকা ওয়াল মূলক, লা শারিকালাকা।
অর্থ
আমি উপস্থিত হে আল্লাহ! আমি এখানে! আমি এখানে আপনার ডাকে সাড়া দিতে এসেছি। তোমার কোন অংশীদার নেই । নিঃসন্দেহে সমস্ত প্রশংসা ও সম্পদ তোমার এবং একচ্ছত্র আধিপত্য তোমারই। তোমার কোন অংশীদার নেই।
আরও পড়ুনঃ
ইহরাম অবস্থায় যেসব কাজ করা নিষেধ
১. সোলাই যুক্ত যে কোন কাপড় বা জুতা ব্যবহার, এক্ষেত্রে স্যান্ডেল ব্যবহার করা।
২. মস্তক ও মুখমণ্ডল ঢাকা।
৩. পায়ের পিঠ ঢেকে যায় এমন জুতা ব্যাবহার করা।
৪. চুল কাটা বা ছিঁড়ে ফেলা।
৫. নখ কাটা।
৬. ত্রাণ যুক্ত তেল বা ব্যবহার করা।
৭. ঝগড়া বিবাদ করা।
৮. শরীরে সাবান লাগানো।
৯. স্ত্রীর সাথে প্রতিদিন মিলন না করা।
১০. যেকোনো গুনহা কাজ করা।
হজের ফরজ কয়টি নিয়ে সর্বশেষ কথাঃ
আল্লাহ যাদের হজ করার তওফিক দিয়েছেন তারা সবাই হজ করবেন। সামর্থ থাকলে হজ করা ফরজ।আর যাদের হজ করার সামর্থ নেই তাদের যেনো আল্লাহ একবার হলেও হজ করার তওফিক দান করে আমিন। আল্লাহ তালা সুন্দর কাবা ঘর টা যেনো সবার দেখার ভাগ্য হয়। একদিন আমরা সবাই একবার হলেও হজ করবো ইনশল্লাহ।
আরও জানতে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করুন।
Nice
♥️♥️