জীবনের গল্প

বাংলাদেশের মধ্যে সেরা ৫ জন কবিদের তালিকা ও পরিচয় | Top 5 Poets in Bangladesh

বাংলাদেশের মধ্য সেরা ৫ জন কবিদের তালিকা ও পরিচয় 

নাম্বার কবিদের তালিকা কবিতার সংখ্যা
কাজী নজরুল ইসলাম  ১০১
রবীন্দ্রনাথ ঠাকুর   ২৪৬
জসীম উদ্‌দীন ১০৮
সুকান্ত ভট্টাচার্য ৭৩
শামসুর রাহমান ২৩

       

কবিদের তালিকা মধ্য ১ নাম্বার এ আছেন কাজী নজরুল ইসলাম

জন্মঃ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৪ মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্ম গ্রহন করেন ।

পিতাঃ কাজী ফকির আহমদ।

মাতাঃ জাহেদা খাতুন। 

কবিতা সংখ্যাঃ ১০১টি

উপাধিঃ বিদ্রোহী কবি।

ডাকনামঃ দুখু মিয়া।

পেশাঃ কবি,ঔপন্যাসিক,গীতিকার,সুরকার,নাট্যকার,সম্পাদক।

উল্লেখযোগ্য কর্মঃ চল্ চল্ চল্,বিদ্রোহী,নজরুলগীতি,অগ্নিবীণা।

কাব্যগ্রন্থঃ বাঁধন হারা, ধূমকেতু,বিষের বাঁশি,গজল।

পুরস্কারঃ স্বাধীনতা পুরস্কার,একুশে পদক, পদ্মভূষণ জগত্তারিণী স্বর্ণপদক।

মৃত্যুঃ ২৯ আগস্ট ১৯৭৬ (বয়স ৭৭) ঢাকা, বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে সমাধিস্থ করা হয়।

আরও পড়ুনঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনের গল্প

বেগম রোকেয়া জীবনের গল্প 

বেগম রোকেয়া

কবিদের তালিকা মধ্য ২ নাম্বার এ আছেন রবীন্দ্রনাথ ঠাকুর 

জন্মঃ কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে  ৭ মে ১৮৬১ সালে জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ।

পিতাঃ ব্রাহ্ম ধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর ।

মাতাঃ সারদাসুন্দরী দেবী । 

কবিতা সংখ্যাঃ ২৪৬টি । 

ছদ্মনামঃ ভানুসিংহ ঠাকুর ।

পেশাঃ কবি, নাট্যকার,প্রাবন্ধিক, দার্শনিক, ঔপন্যাসিক, সঙ্গীতজ্ঞ, চিত্রশিল্পী,গল্পকার।

উল্লেখযোগ্য রচনাবলিঃ আমার সোনার বাংলা, গীতাঞ্জলি ।

উল্লেখযোগ্য পুরস্কারঃ সাহিত্যে নোবেল পুরস্কার পায় তিনি।

মৃত্যুঃ ৭ আগস্ট ১৯৪১ সালে ৮০ বছর বয়সে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কলকাতা, ব্রিটিশ ভারত এ মারা যাই রবীন্দ্রনাথ ঠাকুর।

কবিদের তালিকা মধ্য ৩ নাম্বার এ আছেন জসীম উদ্দীন 

জন্মঃ কবি জসীমউদ্দীন ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন।

পিতাঃ আনসারুদ্দিন মোল্লা। 

মাতাঃ আমিনা খাতুন। 

কবিতার সংখ্যাঃ ১০৮ টি। 

তার উপাধিঃ পল্লী কবি।

উল্লেখযোগ্য পুরস্কারঃ একুশে পদক, স্বাধীনতা পুরস্কার।

গ্রন্থাবলিঃ সোজন বাদিয়ার ঘাট, বালুচর, ধানখেত,রঙিলা নায়ের মাঝি।

মৃত্যুঃ ১৪ মার্চ ১৯৭৬ সালে ৭৩ বয়সে ঢাকায়, বাংলাদেশ এ মারা জান । 

কবিদের তালিকা মধ্য ৪ নাম্বার এ আছেন সুকান্ত ভট্টাচার্য

জন্মঃ ১৯২৬ সালের ১৫ই আগস্ট  কলকাতার কালীঘাটের ৪৩, মহিম হালদার স্ট্রীটের বাড়িতে জন্মগ্রহণ করেন।

পিতাঃ নিবারণ ভট্টাচার্য।

মাতাঃ সুনীতি দেবী।

কবিতার সংখ্যাঃ ৭৩টি। 

কাব্যগ্রন্থঃ ছাড়পত্র,ঘুম নেই,পূর্বাভাস।

মৃত্যুঃ ১৯৪৭ সালে ১৩ই মে মাত্র ২১ বছর বয়সে কলিকাতার মৃত্যুবরণ করেন। 

কবিদের তালিকা মধ্য ৫ নাম্বার এ আছেন শামসুর রাহমান 

জন্মঃ ২৩ অক্টোবর ১৯২৯ সালে  পুরনো ঢাকার মাহুতটুলি এলাকায় নানা বাড়িতে জন্মগ্রহণ করেন শামসুর রাহমান ।

পিতাঃ মুখলেসুর রহমান চৌধুরী 

মাতাঃ আমেনা বেগম।

কবিতা সংখ্যাঃ ২৩ টি। 

উল্লেখযোগ্য গ্রন্থাবলিঃ রৌদ্র করোটিতে,বিধ্বস্ত নীলিমা,নিজ বাসভূমে,বন্দী শিবির থেকে,দুঃসময়ের মুখোমুখি,ফিরিয়ে নাও ঘাতক কাঁটা,বাংলাদেশ স্বপ্ন দেখে,উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ,বুক তার বাংলাদেশের হৃদয়।

পেশাঃ কবি, সাংবাদিক ছিলেন।

মৃত্যুঃ ২০০৬ সালের ১৭ই আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা জান কবি শামসুর রাহমান। 

সেরা কবিদের তালিকা ও পরিচয় নিয়ে সর্বশেষ কথাঃ

আমরা বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও আমাদের দেশের সাংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে তেমন একটা কোন জ্ঞান নেই। আমরা ছোটকাল থেকেই বিভিন্ন বইয়ে আমাদের দেশের বিভিন্ন কবিদের কবিতা গল্প উপন্যাস নাটক কাব্যগ্রন্থ ও ইত্যাদি পড়ে এসেছি। কিন্তু কেউ জানে না কোন কোন কবিকে শ্রেষ্ঠ কবির উপাধি দেওয়া হয়। তাই আজকের পোস্ট এর মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম বাংলাদেশের সেরা কবিদের তালিকা।  

4 thoughts on “বাংলাদেশের মধ্যে সেরা ৫ জন কবিদের তালিকা ও পরিচয় | Top 5 Poets in Bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *