জীবনের গল্প

রবীন্দ্রনাথ ঠাকুর এর জীবনের গল্প | The story of Rabindranath Tagore’s life

রবীন্দ্রনাথ ঠাকুর

জন্মঃ

৭ মে, ১৮৬১ খ্রিঃ তারিখে তিনি কলকাতার জোড়াসাকোঁর বিখ্যাত ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাঁকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তাঁর জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

রবীন্দ্রনাথ ঠাকুর এর জীবনের গল্প

 

রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তাঁর শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। ১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তাঁর “অভিলাষ” কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তাঁর প্রথম প্রকাশিত রচনা। ১৮৭৮ সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান। ১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তাঁর বিবাহ হয়। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন। ১৯০১ সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। ১৯০২ সালে তাঁর পত্নীবিয়োগ হয়। ১৯০৫ সালে তিনি বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাঁকে নাইট উপাধিতে ভূষিত করেন। কিন্তু ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন। ১৯২১ সালে গ্রামোন্নয়নের জন্য তিনি শ্রীনিকেতন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। ১৯২৩ সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়। দীর্ঘজীবনে তিনি বহুবার বিদেশ ভ্রমণ করেন এবং সমগ্র বিশ্বে বিশ্বভ্রাতৃত্বের বাণী প্রচার করেন। ১৯৪১ সালে দীর্ঘ রোগভোগের পর কলকাতার পৈত্রিক বাসভবনেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুনঃ

বেগম রোকেয়া জীবনের গল্প

বাংলাদেশের মধ্যে সেরা ৫ জন কবিদের তালিকা ও পরিচয় 

বাংলাদেশের মধ্য সেরা ৫ জন কবিদের তালিকা ও পরিচয়

কাব্যগ্রন্থ

রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থের মধ্যে আছে ‘ মানসী, সােনার তরী, চিত্রা, বলাকা, পুরবী,  মহুয়া, আকাশপ্রদীপ,  নবজাতক, রােগশয্যায়,  আরােগ্য’ ইত্যাদি ।

উপন্যাস 

নৌকাডুবি, গােরা, যােগাযােগ, ঘরে – বাইরে ,  চতুরঙ্গ,  চার অধ্যায়,  শেষের কবিতা ’ইত্যাদি । নাটকের মধ্যে, রাজা ও রাণী ’ বিসর্জন, রাজা , ডাকঘর , মালিনী, অরূপরতন, রক্তকরবী’ইত্যাদি । এছাড়া আছে অসংখ্য প্রবন্ধ , নৃত্যনাট্য , গল্প , চিঠিপত্র , স্মৃতিকথা ইত্যাদি। তিনি ১৯১৩ সালে এশিয়ার সর্বপ্রথম সাহিত্যে নোবেল পুরুস্কার পান।

 

মৃত্যুঃ

৭ আগস্ট, ১৯৪১ খ্রিঃ তারিখে তিনি জোড়াসাঁকোর বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *