নামাজ ভঙ্গের কারণ ১৯টি কি কি | নামাজে মাকরুহ হওয়ার কারণ কি কি
আসসালামু আলাইকুম। আমরা অনেকই জানি না নামাজ ভঙ্গের কারণ গুলো কি কি ও কি করলে নামাজ ভঙ্গ হয়ে যায়। এবং নামাজ মাকরূহ হওয়ার কারণ কি। আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আপনাদের এ বিষয়টি সম্পন্ন ভালোভাবে আলোচনা করা হবে। এই বিষয়টি মাথায় রেখে মন দিয়ে নামাজ পড়বেন।
নামাজ ভঙ্গের কারণ
আমরা যারা ইসলাম ধর্মের মুসলিম আছি তাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। কিন্তু আমরা সঠিক সময়ে ও সঠিকভাবে নামাজ আদায় করতে পারি না বা নামাজ আদায় করলেও নামাজের মধ্যেও অনেক ভুল করে বসি যার কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়। আমাদের মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামীন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। তাই আমাদের সকলের উচিত নামাজ সঠিকভাবে সঠিক নিয়মে আদায় করা।
নামাজ ভঙ্গের কারণ কয়টি ?
ইসলামের শরীয়ত অনুযায়ী নামাজ ভঙ্গের কারণ ১৯ টি উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুনঃ নামাজের ছোট ৫টি সূরা নাম | Small 5 surah names of prayers
নামাজ ভঙ্গের কারণ কি কি ?
১ নামাজ অশুদ্ধ ভাবে পড়া।
২ নামাজের ভেতর সালামের উত্তর দেওয়া।
৩ বিনা কারণে কাশি দেয়া।
৪ নামাজের ভেতর অট্টহাসি দেওয়া।
৫ নামাজের ভিতর অন্য কিছু খাওয়া ওপেন করা।
৬ কোন কিছুতে কষ্ট পেয়ে নামাজের ভিতর কান্না করা।
৭ নাপাক জায়গায় সিজদা করা।
৮ আশেপাশে কারো হাচি হলে সেটা শুনে উত্তর দেওয়া।
৯ ভালো ও খারাপ খবর শুনে সেটার উত্তর দেওয়া।
১০ ইমাম ব্যতীত অন্য লোকের লোকমা দেওয়া।
১১ বিনা কারণে এদিক সেদিক তাকানো।
১২ নামাজের মধ্যে দুনিয়াবী কোন কিছু দোয়া করা।
১৩ নামাজের মধ্য দাঁড়িয়ে বা সিজদায় ঘুমিয়ে যাওয়া।
১৪ আমলে কাছির করা।
১৫ অপরিষ্কার ও নাপাক পোশাক পড়ে নামাজ আদায় করা।
১৬ তিন তাসবীহ পরিমাণ সময় ছতর খুলে থাকা।
১৭ নামাজের মধ্যে উহ আহ শব্দ করা।
১৮ নামাজ পড়া অবস্থায় কোন লোককে সালাম দেওয়া
১৯ ইমামের আগে দাঁড়িয়ে যাওয়া বা সিজদা দেওয়া।
২০ নামাজ পড়া অবস্থায় স্থান পরিবর্তন করা।
এই ছিল উপরে ১৯টি নামাজ ভঙ্গের কারণ। আমরা সকলে চেষ্টা করব এইসব কাজ নামাজের মধ্যে না করা। তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামীন আমাদের নামাজ কবুল করবেন।
নামাজ মাকরুহ হওয়ার কারণ কি কি ?
আমাদের সবার আগে জানতে হবে মাগ্রুপ শব্দের অর্থ কি?
মাকরূহ্ (আরবি: مكروه, অর্থ নিরুৎসাহিত) এমন আমল যেটা আমাদের পালন করার থেকে না করাই বেশি উত্তম। মাকরূহ্ করলে যে পাপ হবে বিষয় তা এমন না কিন্তু ইসলাম আমদের সেই সব কাজ করা থেকে বিরত থাকতে বলছেন ।
আরও পরুনঃ তারাবি নামাজ এর নিয়ম দোয়া ও মোনাজাত | Tarabi Namaz Dua
নামাজের মাকরূহ্ সমূহ নিচে দেওয়া হলোঃ
১ নামাজের মধ্যে আঙ্গুল ফোটানো।
২ চোখ বন্ধ করে নামাজ পড়া।
৩ নামাজের মধ্যে থেকে ইশারায় সালাম দেওয়া বা নেওয়া।
৪ কোন প্রাণীর ছবি পোশাকে থাকলে তা মাকরূহ্ হবে।
৫ কোন কারণ ছাড়া নামাজে মধ্যে থুতু ফেলা।
৬ নামাজের মধ্যে প্রস্রাব বা পায়খানা চাপ সহ্য করে নামাজ আদায় করলে মাকরূহ্ হবে।
৭ বিনা কারণে নাক মুখ ঢেকে নামাজ পড়া।
৮ বারবার চুলে অথবা দাঁড়িতে হাত দেওয়া।
৯ ইচ্ছা করে টুপি না পড়ে নামাজ আদায় করা।
১০ মুখের ভিতরে কোন কিছু রেখে নামাজ আদায় করা।
নামাজ ভঙ্গের কারণ নিয়ে সর্বশেষ কথাঃ
নামাজ ভঙ্গের কারণ ১৯ টি এবং নামাজ মাকরূহ্ হওয়ার কারণ ১০টি এই সকল বিষয়গুলি আপনারা মাথায় রেখে মনোযোগ সহকারে নামাজ আদায় করবেন তাহলে মহান রাব্বুল আলামিন সকলের নামাজ ইনশাল্লাহ কবুল করবেন।