বাংলাদেশের সুন্দর ৫টি জায়গা নাম | Name 5 beautiful places in Bangladesh
সোনার দেশ আমাদের বাংলাদেশ। সবুজ এ ঘিরে আমাদের এই বাংলাদেশ। সবুজ এর পাশাপাশি আছে সমুদ্র সৈকত। আমাদের দেশের মানুষ যেমন টা সুন্দর ঠিক তেমন এ সুন্দর আমাদের দেশের জায়গা গুলো। বাংলাদেশের পার্বত্য জেলা গুলোর ভিতর রাঙ্গামাটি, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবন সহ আরো অনেক কয়েক টি জেলা তে দেখার মতো ও উপভোগ করার মতো বেশ অনেক কয়েকটি জায়গা আছে।
বাংলাদেশের সুন্দর ৫টি জায়গা ১ নাম্বার জায়গা কক্সবাজার
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন অঞ্চল কক্সবাজার। সমুদ্র সৈকত এর সৌন্দর্য্যের জন্যে বিখ্যাত এই কক্সবাজার জেলা চট্রগ্রাম থেকে দূরত্ব ১৫২ কিলোমিটার ও ঢাকা থেকে ৪১৪ কিলোমিটার। একটা সময় কক্সবাজার নাম প্যানোয়া পরিচিত ছিল । ভ্রমন প্রেমী মানুষ দের কাছে অন্যতম একটা জায়গা এটা । বাংলাদেশের বাহির থেকেও লোকজন ভিড় করে সমুদ্র এ।
বাংলাদেশের সুন্দর ৫টি জায়গা ২ নাম্বার জায়গা রাঙামাটি
বাংলাদেশের আয়তনে সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি। প্রাচীনকালে এ জেলায় প্রচুর পরিমান কার্পাস তুলা পাওয়া যেতো, যার নামানুসারে কার্পাসমহলই ছিল এ জেলার প্রাচীন নাম। বর্তমানে এখানকার প্রাকৃতিক রূপ-বৈচিত্র্যে খ্যাতি পেয়েছে ‘রূপের রানী’ হিসেবে। এখানকার জায়গাগুলো বছরের বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপে সাজে। তবে বর্ষার সাজ একেবারেই অন্যরূপ।
বাংলাদেশের সুন্দর ৫টি জায়গা ৩ নাম্বার জায়গা সেন্টমার্টিন
সেন্টমার্টিন হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যা বাংলাদেশে একটাই আছে । এটি বাংলাদেশের মূল ভূখন্ডের সর্ব দক্ষিণে অবস্থিত। কক্সবাজার জেলা শহর থেকে ১২০ কিলোমিটার দূরে ১৭ বর্গ কিলোমিটারের একটি ক্ষুদ্র দ্বীপ হচ্ছে সেন্টমার্টিন। স্থানীয় ভাষায় সেন্টমার্টিনকে নারিকেল জিঞ্জিরা বলেও ডাকা হয়। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত এ দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান হিসাবে জায়গা করে নিয়েছে। অসীম নীল আকাশের সাথে সমুদ্রের নীল জলের মিতালী সারি সারি নারিকেল গাছ এ দ্বীপকে করেছে অনন্য যা ভ্রমণ পিয়াসী মানুষকে মনোমুগ্ধ করেছে।
বাংলাদেশের সুন্দর ৫টি জায়গা ৪ নাম্বার সাজেক
সাজেক ভ্যালি এই জায়গা টি বর্তমান সময়ে ভ্রমণ পিপাসু মানুষের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য সাজেক। রাঙামাটি জেলার থেকে বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন হিসাবে খ্যাত। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা ১৮০০ ফুট ওপরে।
আরও পড়ুনঃ
বাংলাদেশের ৬৪ জেলার বিখ্যাত খাবার নাম
বাংলাদেশের খেলাধুলা মধ্য ৫ টি খেলার নাম
সাজেকের অবস্থান রাঙামাটি জেলায় হলেও ভৌগলিক কারণে খাগড়াছড়ির দীঘিনালা থেকে সাজেক যাওয়া অনেক সহজ এখন । খাগড়াছড়ি থেকে সাজেক এর দূরত্ব হচ্ছে ৭০ কিলোমিটার আর দীঘিনালা হতে ৪০ কিলোমিটার যা অনেক টাই কাছে।
বাংলাদেশের সুন্দর ৫টি জায়গা ৫ নাম্বার খাগড়াছড়ি
রূপ বৈচিত্রময় ভরপুর বাংলাদেশের একটি পার্বত্য জেলা হচ্ছে খাগড়াছড়ি। পাহাড়, নদী, ছড়া, ঝিরি ও সমতল ভূমি মিলে এটি একটি অপরূপ সুন্দর দৃশ্য এই অঞ্চল টি। চট্টগ্রাম শহর থেকে ১১৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে এ খাগড়াছড়ি শহরটি অবস্থিত। ৬৩.৩০ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ৬৯, ৪৩৪ জন।
ধন্যবাদ