বাংলাদেশের খেলাধুলা মধ্য ৫ টি খেলার নাম | Name of top 5 sports in Bangladesh
সারা বিশ্বে জনপ্রিয় অনেক খেলা রয়েছে তার মধ্যে থেকে বাংলাদেশে কয়েকটি খেলা আছে যা আমাদের দেশের মানুষের কাছে খুব জনপ্রিয় খেলা। আর এই সব খেলা ধুলা আমাদের দেশের গ্রামে গঞ্জ থেকে শুরু করে শহরে থাকা সব বয়সী মানুষ খেলে থাকে। তাহলে জেনে নিয়ে যাক বাংলাদেশের খেলাধুলা মধ্য ৫ টি খেলার নাম কি ?
বাংলাদেশের খেলাধুলা মধ্য ১ নাম্বর এ হচ্ছে কাবাডি খেলা
বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কাবাডি খেলা । খেলা টি বাংলাদেশের সকল জায়গাই অনুষ্ঠিত হয়ে থাকে । বলা চলে এটি বাংলাদেশের একটি ঐতিহ্য বাহি একটা খেলা । আমাদের দেশের বেশি ভাগ মানুষ গ্রামে বসবাস করে। কাবাডি খেলাতি বেশি গ্রাম অঞ্চল গুলা বেশি দেখা যায়। গ্রামের ছোট থেকে বড় মানুষ পর্যন্ত খেলে । বিশেষ করে ছেলে মানুষ রা এই কাবাডি খেলা টি খেলে থাকে । এবং সব মানুষ খেলা টা পছন্দ করে থাকে। খেলাটি খেলার জন্য দেহে অনেক শক্তি ও বুদ্ধি প্রয়োজন হয় ।
বাংলাদেশের খেলাধুলা মধ্য ২ নাম্বর এ হচ্ছে ফুটবল খেলা
ফুটবল কথাটি শুনলেই শরীর এর মধ্য কেমন একটা জাঁকি মেরে ওঠে ।বাংলাদেশের অন্যতম আরেকটি খেলা হচ্ছে ফুটবল খেলা । বাংলাদেশের মধ্য যেমন খেলাটি অন্যতম ঠিক তেমনই সারা পৃথিবীর মধ্য ফুটবল খেলা টা অনেক জনপ্রিয় । অনেক বছর আগে থেকে খেলাটি প্রচলিত হয়ে আসসে খেলটি । ছোট থেকে বড় ও ছেলে থেকে মেয়ে সবাই খেলাটি খেলে থাকে । বাংলাদেশের ফুট বল খেলাটি অনেক পছন্দের খেলা ।
আরও পড়ুনঃ
বাংলাদেশের সুন্দর ৫টি জায়গা নাম
বাংলাদেশের ৬৪ জেলার বিখ্যাত খাবার নাম
বাংলাদেশের খেলাধুলা মধ্য ৩ নাম্বর এ হচ্ছে ক্রিকেট খেলা
আরেকটি খেলার মধ্য ক্রিকেট । বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। সারা পৃথিবীতে ক্রিকেট খেলা অনেক নাম ডাক আছে । ১৯৯৯ সালে প্রথম বারের মতো ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন এর পর জনপ্রিয়তা বৃদ্ধি পায়। ৯ ফেব্রুয়ারী ২০২০, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকায় ২০২০ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতকে পরাজিত করে। আইসিসির কোনো ইভেন্টে এটি বাংলাদেশের প্রথম জয়।
বাংলাদেশের খেলাধুলা মধ্য ৪ নাম্বর এ হচ্ছে হকি খেলা
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খেলা হকি খেলা। এটি জনপ্রিয়তা বিবেচনা করে ক্রিকেট এবং ফুটবলের ঠিক পরে আসে। তবে, এই খেলাটির কর্মকর্তাদের দায়িত্বের অভাব এবং অপশাসন ফলে খেলাটি হারিয়ে যাচ্ছে । যদিও ১৯৮৫ সালে বাংলাদেশ নিয়মিত ভাবে এশিয়া কাপে হকি খেলাতে অংশগ্রহণ করেছে।
বাংলাদেশের খেলাধুলা মধ্য ৫ নাম্বর এ হচ্ছে নৌকা বাইচ খেলা
নৌকা বাইচ খেলাটি অনেক প্রাচীন একটা খেলা। বিশেষ করে গ্রামদের বড় বড় নদী গুলাতে এই খেলাটি দেখা যায় । বড় মানুষরা বড় বড় নৌকা নিয়ে নৌকা বাইচ খেলাটি খেলে থাকে ।যে নৌকাটি আগে যেতে পারে তাঁকে বিজয়ী বলে ঘোষণা করা হয়। এবং নদীর চারিপাশে অনেক লোক নৌকা বাইচ খেলাটি উপভোগ করে থাকে।
সব সময় হাসির গল্প ওয়েবসাইট এর আপডেট জানতে ফেসবুক পেজ ফলো করুন
Nice